পাকিস্তানে চেকপোস্টে হামলা, নিহত ৩ পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৭ নভেম্বর) :পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে চালানো এ হমলায় আহত হয়েছেন আরও দুজন। খবর সামা টিভির।
পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু করে হামলা চালায় কাজি তলাব চেকপোস্টে।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব খান বলেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন।
মুখোমুখি সংঘর্ষের সময় সন্ত্রাসীরা অতিরিক্ত গুলি ছোড়ে, যা দীর্ঘক্ষণ ধরে চলা বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ডিপিও’র নেতৃত্বে অভিযানে অংশ নেয়।
মনোয়ারুল হক/
