এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই: ব্রুনাইকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর) : এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখল বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ওপু, রিফাত, ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিতরা দারুণ ছন্দে খেলেছেন।

প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল বাংলাদেশ। ব্রুনাইয়ের বিপক্ষেও সেই ছন্দ বজায় থাকে ম্যাচের শুরু থেকেই। ১৩তম মিনিটে ফয়সালের পাস ধরে নিখুঁত শটে ওপু দলকে এগিয়ে নেন।

২৩তম মিনিটে রিফাত কাজীর দুর্দান্ত ড্রিবলিং ও শটে ব্যবধান দ্বিগুণ হয়। ৩৬ মিনিটে রিদোয়ানের পাস থেকে ফয়সাল তৃতীয় গোল করেন। মাত্র এক মিনিট পর মানিকের দূরপাল্লার শটে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও গোল। ৪৯তম মিনিটে রিদোয়ানের পাস থেকে ওপুর দ্বিতীয় গোল। ৭৩তম মিনিটে ফয়সালের শট ফিরলেও রিবাউন্ড থেকে রিফাত নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৬-০ করেন।

এর দুই মিনিট পর ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলিফ যোগ করেন সপ্তম গোল। ৭৯তম মিনিটে বায়জিতের সরাসরি শটে বাংলাদেশ পায় অষ্টম ও ম্যাচের শেষ গোল।

পুরো ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া হওয়া ও দুইবার বল পোস্টে লেগে ফিরে আসার পরও ব্রুনাইকে এক মুহূর্তের জন্য ম্যাচে ফেরার সুযোগ দেয়নি তারা।

টানা দুই জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে লাল-সবুজের কিশোরদের। পরবর্তী ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ