নতুন অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বেড়েছে ৫৩ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ নভেম্বর) : ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বছরের শুরুতে এই লক্ষ্যমাত্রা ছিল চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা। আগামী সাত মাসে এনবিআরকে আদায় করতে হবে পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা আদায় করেছে এনবিআর। লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি। ঘাটতি ১৭ হাজার ২১৯ কোটি বা ১২ দশমিক ৬০ শতাংশ।
যদিও আগের বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫.৫৪ শতাংশ। অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি ইতিবাচক, তবুও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান বাড়তি চাপ সৃষ্টি করছে।
মনোয়ারুল হক/
