আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া), এবিসিনিউজবিডি, (২২ নভেম্বর) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।

সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা কাটিয়ে দুই দিন পর শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রপ্তানি কার্যক্রম চালু হয়।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, “জটিলতা নিরসন হওয়ায় আজ থেকে আবারও রপ্তানি শুরু হলো। শুধু আজই প্রায় ৬০ টন মাছ ভারত রপ্তানি হবে বলে আশা করছি।”

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। রপ্তানিকারকরা জানান, হঠাৎ করে রপ্তানির জন্য প্রয়োজনীয় বিশেষ সার্টিফিকেট অনলাইনে গ্রহণ বাধ্যতামূলক করা হলেও সে অনুযায়ী অনলাইন ব্যবস্থা চালু না থাকায় রপ্তানি বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না।

পরে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে অনলাইন সার্টিফিকেট ইস্যু ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ায় শনিবার থেকে রপ্তানি স্বাভাবিক হয়। ফলে সার্টিফিকেট নিয়ে আর কোনো জটিলতা নেই বলে জানান ব্যবসায়ীরা।

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ মাছ ও শুঁটকি ভারতে রপ্তানি হয়ে থাকে। দুই দিন রপ্তানি বন্ধ থাকায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ