মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা, মঞ্চ মাতালেন বাংলাদেশি মিথিলা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর) : বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে। এবারের প্রতিযোগিতায় মুকুট জিতেছেন মেক্সিকোর প্রতিযোগী ২৬ বছর বয়সী ফাতিমা বশ। গতকাল রাতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ফাতিমার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগ। এবারের প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ।
অন্যদিকে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চরম উত্তেজনার মুহূর্তে দারুণ সাফল্য দেখালেন বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। অভিষেকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে তিনি জায়গা করে নেন টপ থার্টিতে। এই অর্জন মিথিলার কঠোর পরিশ্রমের ফল। একই সঙ্গে এটি তুলে ধরে বাংলাদেশের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার বার্তা।
মিথিলার সাফল্যে আনন্দে ভাসছেন বাংলাদেশি দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। এতে স্পষ্ট- দেশের মানুষের কাছে এই অর্জন কতটা বড় অনুপ্রেরণা। মিথিলার আত্মবিশ্বাস, দক্ষতা এবং মাধুর্য আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে আরও উঁচুতে নিয়ে গেছে।
বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশি প্রতিনিধির এই সাফল্য শুধুই ব্যক্তিগত অর্জন নয়। এটি দেশকে নতুনভাবে পরিচিত করেছে বিশ্বমঞ্চে। মিথিলার এই যাত্রা নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখাতে উৎসাহিত করবে। সূত্র: বিবিসি, ব্যাংকক পোস্ট
মনোয়ারুল হক/
