নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৩ নভেম্বর) : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় দেশটির অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে “রাজনৈতিক ও অযৌক্তিক বিচার প্রক্রিয়া” বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, ‘ইসরায়েল রাষ্ট্র ও ইহুদি জনগণ যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার অবসান ঘটাতে আমি আহ্বান জানাচ্ছি— বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিন। তিনি যুদ্ধের সময় এক দৃঢ় ও কার্যকর প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন দেশকে শান্তির পথে নেতৃত্ব দিচ্ছেন।’

এটি ট্রাম্পের প্রথম আহ্বান নয়। গত মাসেও গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা প্রচারের উদ্দেশ্যে ইসরায়েল সফরে গিয়ে কনেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহুর জন্য ক্ষমার দাবি তুলেছিলেন তিনি। তখন নেতানিয়াহুর মিত্র সংসদ সদস্যরা ট্রাম্পের বক্তব্যে দাঁড়িয়ে করতালি দেন।

নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম বর্তমান প্রধানমন্ত্রী যিনি দুর্নীতির মামলায় আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনটি পৃথক মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি ধনী ব্যবসায়ী ও রাজনৈতিক মিত্রদের কাছ থেকে সুবিধা নিয়েছিলেন।

তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্পের মতোই তিনি মামলাটিকে “উইচ হান্ট”— অর্থাৎ রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। গাজা যুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে আদালতের কার্যক্রম একাধিকবার স্থগিত হয়েছে।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানিয়েছেন, ট্রাম্পের চিঠি তিনি পেয়েছেন। তবে ইসরায়েলি আইনে ক্ষমা চাইতে হলে আনুষ্ঠানিক আবেদন করতে হয়। তিনি বলেন, ‘এই বিচার দেশের মধ্যে বিভাজন তৈরি করেছে। আমি চাই সরকার ও প্রসিকিউশন পারস্পরিক সমঝোতায় পৌঁছাক।’ সূত্র: পিবিএস নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ