‘রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বাংলাদেশের চাহিদার ১০ শতাংশ পূরণ হবে’
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৭ সেপ্টেম্বর) : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই চালু হলে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে, যা সম্পূর্ণ কার্বনমুক্ত বলে জানিয়েছেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের (ডাব্লিউএনএ) মহাপরিচালক সামা বিলবাও ওয়াই লিওন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাটমিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সামা বিলবাও বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই চালু হলে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে, যা সম্পূর্ণ কার্বনমুক্ত।’
তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। যেসব দেশ বিদ্যুৎ ঘাটতিতে রয়েছে, তাদের বাংলাদেশের নেওয়া পদক্ষেপ অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি।’
ডাব্লিউএনএ-এর মহাপরিচালক সামা বিলবাও বলেন, ‘বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশের জীবনমান, আর্থ সামাজিক উন্নয়ন এবং শিল্প ও বাণিজ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান কার্যক্রমের বিষয়ে আমি মুগ্ধ। সেখানে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। তাছাড়া রুপপুর প্রকল্পের কর্মকর্তারাও বেশ দক্ষ। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ শূন্য থেকে ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যা সম্পূর্ণ কার্বনমুক্ত। এটি বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যাটমিক উইক -এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশের ৬ সাংবাদিকসহ বিশ্বের শতাধিক দেশের প্রায় দুই হাজার গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।