ট্রাম্প কাশ্মীর ইস্যু সমাধানে আগ্রহী নন: মার্কিন কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৭ সেপ্টেম্বর) : কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের নিজস্ব বিষয় এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র জড়িত হতে চায় না বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা জানান, ‘যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের নীতি অনুসরণ করবে যে, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের নিজস্ব বিষয়। কাশ্মীর ইস্যু ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক কাজ রয়েছে। তবে তিনি যদি অনুরোধ পান, তাহলে সাহায্য করতে প্রস্তুত থাকবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এটি ভারত ও পাকিস্তানের ওপর ছেড়ে দিচ্ছি, তারা নিজেরাই এর সমাধান করুক।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ওপর জোর দেবে।
তিনি বলেন ‘‘আমরা ভারত ও পাকিস্তানকে আলাদাভাবে দেখি এবং তাদের সঙ্গে আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করি।’’
তবে, জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্পের দাবির কথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘এটি সত্য যে যুক্তরাষ্ট্র এই সংকটে জড়িত ছিল এবং নিশ্চিতভাবে যুদ্ধবিরতি ঘটাতে সাহায্য করেছে।’
ভারত সবসময় বলে আসছে যে, সন্ত্রাসবাদের মতো বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় তারা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না এবং এই আলোচনা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক হওয়া উচিত।
গত ২২ এপ্রিল পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ৭ মে থেকে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, যাতে ১০০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়।
এরপর ১০ মে থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শান্ত করেছেন এবং বলেছেন, যদি দুই দেশ সংঘাত বন্ধ করে তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে ‘অনেক বাণিজ্য’ করবে।
অন্যদিকে ভারত এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার মাধ্যমে নয়, বরং ভারতীয় ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি অর্জিত হয়েছে। সূত্র: এনডিটিভি