প্রকাশ্যে আমাদের নিন্দা করা নেতারা গোপনে ধন্যবাদ জানায়: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৭ সেপ্টেম্বর) : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘‘যেসব দেশের নেতারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, গোপনে তারা আমাদের ধন্যবাদ জানায়।’’
গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলের ঐতিহ্যগত মিত্ররা ক্রমেই সমালোচনামুখর হয়ে উঠছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) এ বছরের বক্তৃতাগুলোতে যুদ্ধবিরতি দাবি এবং যুদ্ধের নিন্দাই মূল বিষয় হয়ে উঠেছে। তবে এসবকে ‘ফাঁপা ভান’ বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা ভেতরে ভেতরে জানেন, ইসরায়েল আসলে আপনাদের লড়াইটাই লড়ছে।”
এরপর তিনি যোগ করেন, “আমি আপনাদের একটি গোপন কথা বলি—অন্তরালের বৈঠকে অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, ব্যক্তিগতভাবে তারা আমাকে ধন্যবাদ জানান।”
তিনি আরও বলেন, “তারা আমাকে বলেন, ইসরায়েলের চমৎকার গোয়েন্দা সংস্থাগুলোর কতটা মূল্য তারা দেন। এই সংস্থাগুলো বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে, অসংখ্য প্রাণ বাঁচিয়েছে।”
এদিকে তার জাতিসংঘে তার ভাষণের সময় অধিকাংশ দেশের প্রতিনিধিরা অধিবেশন হল থেকে চলে যায় এবং হল প্রায় ফাঁকা হয়ে যায়। সূত্র: আল জাজিরা