দুইদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ নভেম্বর) : পঞ্চমবারের মতো দুইদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে তিনি সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।
সকাল ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর ১১টা ৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়া জুবলী ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যাবেন। সেখানে দুপুর ১টায় আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও নিরব সময় কাটাবেন। এছাড়া তিনি সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।
সফরের শেষদিন, রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। ১১টায় পাবনা স্টেডিয়ামে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
