নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ, সেই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক (নারায়ণগঞ্জ), এবিসিনিউজবিডি, (৮ নভেম্বর) : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া দশটায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। তিনি নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে।

এর আগে, শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসআই (উপ-পরিদর্শক) রকিবুল হাসান জানায়, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া দশটায় দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের ১৯ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়। রাতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলে সোয়া দশটায় তার মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ