যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ নভেম্বর) : ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের শাটডাউনের (অচলাবস্থার) মধ্যে শুক্রবার বেতন ছাড়া কর্মরত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমাতে ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ দেয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে সহস্রাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শাটডাউনের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া ৪০টি বিমানবন্দরের মধ্যে আটলান্টা, নিউ ইয়র্ক, ডেনভার, শিকাগো, হিউস্টন এবং লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিরোধ চলছে। বিশেষ করে স্বাস্থ্য বিমার ভর্তুকি নিয়ে বিরোধের কারণে অক্টোবর ১ থেকে সরকারি অর্থায়ন স্থগিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে প্রায় ছয় সপ্তাহের সরকারি অচলাবস্থার কারণে অনেক সরকারি কর্মচারি, বিশেষ করে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কর্মীরা, বেতন ছাড়াই কাজ করছেন অথবা ছুটিতে আছেন।

ফ্লাইট হ্রাস ধীরে ধীরে কার্যকর হচ্ছে, চার শতাংশ থেকে শুরু করে এবং কংগ্রেস তহবিল চুক্তিতে পৌঁছাতে না পারলে পরের সপ্তাহে ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ১,০০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে যে, রিগ্যান ন্যাশনাল এ বিমানযাত্রীদের গড় বিলম্ব ৪ ঘণ্টা ছিল, ফিনিক্সে ৯০ মিনিট এবং শিকাগো ও সান ফ্রান্সিসকোতে এক ঘণ্টার বিলম্ব ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সিএনবিসিকে বলেন, ‘এটা বিরক্তিকর। আমাদের এই অবস্থানে থাকার দরকার ছিল না।’

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেছেন, সরকার পুনরায় চালু করার জন্য তাদের ভোট দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ