গ্যাসের দাম বাড়লেও বাড়বে না সারের দাম : কৃষি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (২৫ সেপ্টেম্বর) : গ্যাসের দাম বাড়লেও বাড়বে না সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সারের সব ধরনের ব্যবস্থাপনা অনুমোদন দেয়া  হবে জাতীয় কমিটিতে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষি উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত এক বছরে বিদেশ থেকে সার আমদানির ২০,৬৯১ কোটি টাকা হৃণ পরিশোধ করেছ অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ১০ পার্সেন্ট। ১৫ লক্ষ মেট্রিক টন ধান বেশি উৎপন্ন হয়েছে। কৃষি জমি সুরক্ষায় কৃষি সুরক্ষা আইন করা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ