লুলার সতর্কবার্তা ট্রাম্পকে: ‘আপনি বিশ্বের সম্রাট নন’
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৫ সেপ্টেম্বর) : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বমঞ্চে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন যেন নিজেকে ‘বিশ্বের সম্রাট’ মনে না করে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের আগে পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও সামরিক শক্তি হিসেবে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে।
লুলা দোভাষীর মাধ্যমে বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রধান, সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির প্রধান, সবচেয়ে প্রযুক্তি-অগ্রসর দেশের রাষ্ট্রনায়কসুলভ আচরণ করা। এত মহিমা ও ক্ষমতার একটি দেশের অনেক বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা যা মেনে নিই না, তা হলো – বিশ্বের কোনো দেশ আমাদের গণতন্ত্র ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করুক।’
লুলা ট্রাম্পের অন্যায্য বাণিজ্যের অভিযোগ নাকচ করে জানান, গত ১৫ বছরে যুক্তরাষ্ট্র ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলার উদ্বৃত্ত অর্জন করেছে। তিনি জোর দিয়ে বলেন, ব্রাজিলের বিচারব্যবস্থা স্বাধীন এবং কোনো প্রেসিডেন্ট বা বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করতে পারে না।
জাতিসংঘে ভাষণে লুলা যুক্তরাষ্ট্রের শুল্ক ও নিষেধাজ্ঞাকে ‘একতরফা ও স্বেচ্ছাচারী’ বলে সমালোচনা করেন।
পাল্টা জবাবে ট্রাম্প ব্রাজিলের বিরুদ্ধে ‘সেন্সরশিপ, দমন-পীড়ন ও বিচারিক দুর্নীতি’র অভিযোগ তোলেন, তবে পরে লুলার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকে ইতিবাচক বলে উল্লেখ করেন।
সম্প্রতি ট্রাম্প ব্রাজিলিয়ান আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ব্রাজিল জানায়, তারা সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে এবং আরও হস্তক্ষেপ হলে শত বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
এরপরই ট্রাম্প ভাষণ দেন। তিনি ব্রাজিলের বিরুদ্ধে ‘সেন্সরশিপ, দমন-পীড়ন… বিচারব্যবস্থার দুর্নীতি ও রাজনৈতিক সমালোচকদের নিশানা করার’ অভিযোগ তোলেন।
তবে কিছুক্ষণ পর তিনি সুর নরম করে লুলার সঙ্গে আড়ালে দেখা হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘তিনি আসলে খুব ভদ্র মানুষ মনে হলো। উনি আমাকে পছন্দ করেছেন, আমিও তাকে পছন্দ করেছি… অন্তত ৩৯ সেকেন্ডের জন্য আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। এটা ভালো লক্ষণ।’
ট্রাম্প আরও জানান, আগামী সপ্তাহে দুই নেতার মধ্যে বৈঠক হবে। তবে তিনি বলেন, ‘ব্রাজিল ভালো করছে না… আমাদের ছাড়া তারা ব্যর্থ হবে।’ সূত্র: আরটি