ইনুর বিরুদ্ধে ৭ জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৫ সেপ্টেম্বর) : কুষ্টিয়ায় সাতজনকে হত্যা, উসকানিসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরানের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

মামলাটির শুনানি হবে ট্রাইব্যুনাল–২–এ।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে সাবেক এই মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ