বিশ্বনেতাদের শান্তির আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৫ সেপ্টেম্বর) : বিশ্বনেতাদের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় তীব্র হামলা চালিয়ে অন্তত ৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া ১২ জনের মধ্যে সাতজন নারী ও দুই শিশু নিহত হয়।

ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির দাবি করেছেন, ফিলিস্তিনিদের নিরাপত্তার কারণে দক্ষিণে সরানো হচ্ছে। তবে জাতিসংঘের তদন্তকারীরা এই দাবিকে খারিজ করে বলেছে, হামলার উদ্দেশ্য গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

২০২৩ সালের অক্টোবর থেকে এই যুদ্ধে কমপক্ষে ৬৫৪১৯ ফিলিস্তিনি নিহত এবং ১৬৭১৬০ জন আহত হয়েছেন। একই সময়ে হামাসের হামলায় ইসরায়েলে ১১৩৯ জন নিহত হয়।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্বনেতারা হামলার তীব্র নিন্দা জানান। ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টরা অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করেন।

নরওয়েজিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি আলোচনার চেষ্টা চলছে, যা জুলাইয়ে ১৪২টি রাষ্ট্র সমর্থন করেছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আশা প্রকাশ করেছেন যে, কয়েক দিনের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি দেখা দিতে পারে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বাতিল করেছেন।

গাজায় হামলার ফলে শত শত মানুষ শহর ছাড়তে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক মহল তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ