ভয়ে ফ্রান্সের আকাশসীমা এড়াল নেতানিয়াহুর বিমান!
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৫ সেপ্টেম্বর) : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বহনকারী বিমান ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে ইতালি এবং গ্রিসেরে আকাশসীমা ব্যবহার করছে।
ফ্লাইট নেভিগেশনের তথ্য থেকে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেহেতু নেতানিয়াহুকে বহনকারী বিমান ফ্রান্সের আকাশসীমায় যায়নি।
এর আগে গত জুলাইয়ে নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন, তখন আইসিসির পরোয়ানা কার্যকর থাকা সত্ত্বেও ফ্রান্স তাকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল। এবার ইতালি এবং গ্রিস তাদের আকাশসীমা ব্যবহারের সুবিধা দিয়েছে।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ফ্রান্স নেতানিয়াহুর বিমানকে তাদের আকাশসীমায় প্রবেশে বাধা দেয়নি, এবং এই সিদ্ধান্ত ছিল নেতানিয়াহুর নিজের পছন্দ। সূত্র: আল-জাজিরা