রাজনৈতিক দলগুলো ‘ফাউল’ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব : সিইসি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৫ সেপ্টেম্বর) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো যদি ‘ফাউল’ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি, কেউ ফাউল করতে নামবেন না।’

সব পক্ষের জন্য সমান সুযোগ তৈরিতে সর্বশক্তি প্রয়োগের আশ্বাস দিয়ে সিইসি বলেন, ‘আমরা একটি সমান সুযোগপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নামব। কেউ যেন খেলার নিয়ম ভেঙে মাঠে না নামে, সে বিষয়ে আমরা তৎপর থাকবো।’

সিইসি জানান, ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন জোর প্রস্তুতি নিচ্ছে। ভোটের অন্তত দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।


তিনি বলেন, ‘আমরা রোজার আগেই ভোট করাতে চাই। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।’

ভোটে সহিংসতা বা অনিয়মের আশঙ্কা নাকচ করে সিইসি বলেন, ‘কোনো রাজনৈতিক দল ফাউল করতে নির্বাচনে আসবে, এমনটা আমি বিশ্বাস করি না। বরং সবাই একটি লেভেল প্লেয়িং ফিল্ড চায়।’

তিনি আরও বলেন, একজন সম্পাদক বলেছেন- খেলোয়াড়রা যদি সবাই ফাউল করতে মাঠে নামে, তাহলে খেলার কোনো মানে নেই। আমি আশা করি, সবাই নিয়ম মেনেই খেলবে।

জাতীয় পার্টির (জাপা) বর্তমান বিভক্ত অবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে সিইসি বলেন, ‘জাপা বলতে এখন কনফিউজড হয়ে যাই। অনেকেই নিজেদের আসল দাবি করছে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। সংলাপের সময় বিষয়টি দেখা হবে।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘১৯৯১, ৯৬, ২০০৮ সালেও নির্বাচনকে ঘিরে গোলমাল হয়েছিল। তারপরও নির্বাচন হয়েছে। এবারও জাতীয় স্বার্থে সবাই এক জায়গায় আসবে। সব ঠাণ্ডা হয়ে যাবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ