চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে সংকেত নামিয়ে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ নভেম্বর) : বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে। ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বা জলোচ্ছ্বাসের আশঙ্কা আর নেই। এ অবস্থায় চারটি সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

সর্বশেষ আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী দেশের প্রধান শহর ও উপকূলীয় অঞ্চলগুলোর তাপমাত্রা নিম্নরূপ—

ঢাকা: সর্বোচ্চ ৩৩°সে., সর্বনিম্ন ২৭.২°সে.

চট্টগ্রাম: সর্বোচ্চ ৩৩.৪°সে., সর্বনিম্ন ২৫.৯°সে.

কক্সবাজার: সর্বোচ্চ ৩৩.২°সে., সর্বনিম্ন ২৬°সে.

মোংলা: সর্বোচ্চ ৩৪.৪°সে., সর্বনিম্ন ২৫.৫°সে.

পায়রা (পটুয়াখালী): সর্বোচ্চ ৩৩.৪°সে., সর্বনিম্ন ২৪.৭°সে.

এ ছাড়া দেশের অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যথাক্রমে সকাল ৫টা ৫০ মিনিট ও বিকাল ৫টা ৪৫ মিনিটের মধ্যে পরিবর্তিত হবে অঞ্চলভেদে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কোনো গুরুত্বপূর্ণ আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নদীবন্দরগুলোকে স্থানীয় আবহাওয়ার সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ