গোল্ডেন বুটে চুমু এঁকে এমবাপ্পে, ‘আরও অনেক বছর রিয়ালে থাকতে চাই’
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ নভেম্বর) : রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, তিনি ক্লাবটির সঙ্গে ‘অনেক বছর’ থাকতে চান এবং আরও অনেক শিরোপা জিততে চান।
শুক্রবার (৩১ অক্টোবর) ২০২৪–২৫ মৌসুমের ইউরোপীয় গোল্ডেন বুট জয়ী এমবাপ্পের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। গত মৌসুমে লা লিগায় ৩১ গোল করে এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জেতেন এমবাপে। এটি তার ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট। ইউরোপীয় স্পোর্টস মিডিয়া সংগঠন পুরস্কারটি প্রদান করে।
প্রথমবার গোল্ডেন বুটে চুমু এঁকে এমবাপ্পে বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য বিশাল সম্মানের। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ আমি প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। একজন স্ট্রাইকার হিসেবে এটা অনেক অর্থ বহন করে।’
পুরস্কারটি প্রতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়। প্রতিযোগিতার মান অনুযায়ী প্রতিটি গোলের জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয়।
গত মৌসুমে ৩১ গোল করে এমবাপ্পে অর্জন করেন ৬২ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকারেসের (৫৮.৫ পয়েন্ট) চেয়ে বেশি। তৃতীয় স্থানে ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ (৫৮ পয়েন্ট)।
এর আগে ২০২৩–২৪ মৌসুমে হ্যারি কেইন, ২০২২–২৩ মৌসুমে আর্লিং হালান্ড এবং তার আগের দুই মৌসুমে রবার্ট লেভানডফস্কি এ পুরস্কার জিতেছিলেন।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দারুণ শুরু করা রিয়াল মাদ্রিদ বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১২টিতেই জিতেছে। এ সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন এমবাপ্পে।
তিনি বলেন, ‘আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। আমি আশা করি, এ বছর আমরা বড় কিছু জিতব। দলগত সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই অনেক বছর এখানে থাকতে এবং আরও অনেকবার এমন পুরস্কার জিততে।’
লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা। আজ শনিবার রিয়াল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে।
