পদ্মা থেকে দেদারছে ধরছে পাঙ্গাসের পোনা

নিজস্ব প্রতিবেদক (ফরিদপুর), এবিসিনিউজবিডি, (২৭ অক্টোবর) :  ফরিদপুরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছের পোনা। অসাধু জেলেরা রাতের আঁধারে পদ্মা নদী থেকে দেদারছে ধরছে এই পাঙ্গাসের পোনা। এরপর তারা এগুলো বিক্রি করছেন পাইকারদের কাছে। তাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা নিয়ে বিক্রি করছেন জেলার বিভিন্ন বাজারে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ফরিদপুর শহরের স্টেশন বাজারে গিয়ে দেখা যায়, প্রশাসনের নাকের ডগায় বিক্রি হচ্ছে নদীর পাঙ্গাস মাছের পোনার ভাগা।

বাজারে আসা বেশিরভাগ ক্রেতা এই ছোট মাছ দেখে হতাশ প্রকাশ করেন। তারা অতি দ্রুত এসব অসাধু জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বজলুর নামে এক ব্যক্তি জানান, গত কয়েক বছর যাবত বাজারগুলোতে বড় বড় পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। আমরা কম দামে এসব পাঙ্গাস মাছ কিনতে পারছি। এখন যেভাবে জেলেরা ছোট ছোট পাঙ্গাস মাছ ধরে এনে বিক্রি করছেন তাতে হয়তো সামনের বার থেকে বড় পাঙ্গাস মাছ আর কিনতে পারবো না। ‌এই বিষয়গুলোতে প্রসাশন যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে তো দেশি মাছের ভাণ্ডার ধ্বংস হতে বেশি সময় লাগবে না।

এ বিষয়ে ফরিদপুরের জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, গত ২৫ তারিখ পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ ছিল। দুদিন ধরে মাছ ধরা শুরু হয়েছে। ছোট ছোট এইসব পোনা যারাই ধরবে এবং বিক্রি করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ