টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে গুলি, বসতবাড়িতে আঘাত
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৭ অক্টোবর) : মায়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। টেকনাফের হোয়াইক্যং সীমান্তের একটি বসতবাড়িতে মায়ানমার থেকে ছোড়া গুলি এসে আঘাত করে। এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের বাসিন্দা আইয়ুব ইসলামের ঘরের চালে গুলির এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাব্বি জানান, সকালে মায়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর দেখি ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। বাইরে গিয়ে দেখি টিন ছিদ্র হয়ে গেছে। পরে ঘরের দেয়ালের ভেতরে গুলিটি পাই।
তিনি বলেন, আমাদের বাড়ি সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। এত দূর থেকেও গুলি এসে ঘরে লাগছে, এতে আমরা আতঙ্কিত।
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বাড়িতে গুলি এসে পড়েছে বলে শুনেছি। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি। সীমান্তে মাঝেমধ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, মায়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি চলছে। রবিবার সকালে সেই গুলির কিছু হোয়াইক্যংয়ের আমতলী এলাকার একটি বসতবাড়িতে পড়ে। গুলি টিন ছিদ্র করে ঘরে প্রবেশ করলেও সৌভাগ্যক্রমে ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের নজরদারি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
উল্লেখ্য, ২৫ অক্টোবর শনিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মায়ানমার সীমান্তের ওপার থেকে বিদ্রোহীদের ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হন। একই সময় একটি গুলি নিকটস্থ একটি কম্পিউটার দোকানেও গিয়ে পড়ে।
