হাকিমির জোড়া গোলে শীর্ষে ফিরল পিএসজি
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ অক্টোবর) : চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে থাকলেও ঘরোয়া লিগে কিছুটা ছন্দ হারিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে অবশেষে সেই ছন্দ ফিরে পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। টানা দুই ম্যাচে ড্রয়ের পর শনিবার ব্রেস্তকে ৩–০ গোলে হারিয়ে আবারও জয়ের পথে ফিরেছে লুইস এনরিকের দল।
লিগ আঁয় আগের চার ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছিল পিএসজি।
ফলে কিছুদিনের জন্য হারাতে হয়েছিল শীর্ষস্থানও। কিন্তু ব্রেস্তের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠেছে তারা। নয় ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে পিএসজির সংগ্রহ ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্সেই।
পার্ক দেস প্রিন্সেসে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পিএসজি। ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল পায় তারা। ভিতিনিয়ার নিখুঁত থ্রু বল পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে ছুটে গিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আশরাফ হাকিমি।
১০ মিনিট পর আবারও স্কোরশিটে নাম লেখান মরক্কোর এই ডিফেন্ডার।
ডি-বক্সের ভেতর জটলার মধ্যে থেকে খাভিচা কাভারাস্খেইয়ার পাস ধরে গোল করেন হাকিমি, ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির।
যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি নামা দিজিরে দুয়ে বাঁ পায়ের শটে নিশ্চিত করেন দলের জয়।
