অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা ফজলুল হকের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ অক্টোবর) : অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ ২৬ অক্টোবর। তিনি ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি আইনজীবী এবং তার কালের শীর্ষ রাজনীতিবিদদের একজন।

অবিভক্ত বাংলা প্রাদেশিক স্বায়ত্তশাসন পাওয়ার পর ১৯৩৭ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতে প্রজা পার্টি নামে সামন্ততন্ত্রবিরোধী যে দল ছিল, ফজলুল হক সেই দলের রূপান্তর ঘটান কৃষক-প্রজা পার্টি নামের রাজনৈতিক দলে। ওই নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক পরিষদে তার দল তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এবং নির্দলীয় সদস্যদের সঙ্গে জোট গঠন করেন মি. হক এবং এ কে ফজলুল হক হন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।

মুহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ১৯৪০ সালে লাহোরে অনুষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন। ২২ থেকে ২৪ মার্চ তিন দিনের ওই অধিবেশনে এক জ্বালাময়ী বক্তৃতায় প্রথম ‘পাকিস্তান গঠনের প্রস্তাব’ পেশ করেন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক। ব্রিটিশ ভারতের পূর্ব এবং উত্তর-পশ্চিমের মুসলমান প্রধান অংশে ‘স্বায়ত্তশাসিত পৃথক মুসলিম রাষ্ট্র’ প্রতিষ্ঠার দাবিসংবলিত প্রস্তাব গৃহীত ও পাস হয় ওই অধিবেশনে। পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে ‘লাহোর প্রস্তাব’ ছিল একটি ঐতিহাসিক দলিল, যা পরে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত হয়। ওই অধিবেশনে তার দেওয়া বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাকে উপাধি দিয়েছিলেন শের-ই-বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ। তখন থেকেই তিনি শেরেবাংলা নামে পরিচিত হয়ে ওঠেন। ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দুই মেয়াদের দীর্ঘ প্রধানমন্ত্রিত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেছেন।

১৯৪০ সালে ফজলুল হকের প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। একই বছর তার প্রচেষ্টায় মুন্সীগঞ্জে প্রতিষ্ঠিত হয় হরগঙ্গা কলেজ। নিজের গ্রামেও তিনি একটি কলেজ, মাদ্রাসা এবং হাইস্কুল প্রতিষ্ঠা করেন। ফজলুল হকের উদ্যোগে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামিয়া কলেজ ও মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান লেডি ব্রেবোর্ন কলেজ। এ ছাড়া তিনি মুসলমানদের শিক্ষিত করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আইন প্রণয়ন করেন। শিক্ষা বিস্তারে তিনি অনন্য অবদান রেখেছেন। এ কে ফজলুল হকের জীবনাবসান হয় ঢাকায়, ১৯৬২ সালের ২৭ এপ্রিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ