মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ অক্টোবর) : রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী রোড এলাকার ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।’

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে ওই কমিউনিটি সেন্টার ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ