‘কেয়ামত থেকে কেয়ামত’পরিচালকের মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, (১৩`সেপ্টেম্বর) : সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ছবিটি ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সোহানুর রহমান সোহানের এ ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ।
২০২৩ সালে ছবিটির ৩০ বছর পূর্তি হয়। একই বছর ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বিদায় নিয়েছেন এ সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান।
আজ শনিবার (১৩`সেপ্টেম্বর) গুণী এই নির্মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।