বৈষম্যের স্বীকার হওয়া আনিসুজ্জামান ঢাকায় নতুন এসপি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ নভেম্বর ২০২৪) : ঢাকা জেলায় নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সময়ের দক্ষ কর্মকর্তা, রাজশাহীর এসপি আনিসুজ্জামান। তিনি পুলিশ বাহিনীতে সৈরাচারি শেখ হাসিনার সরকারের চরম বৈষম্যের স্বীকার হয়েছিলেন। পালিয়ে যাওয়া এই সরকারের সময়ে আনিসুজ্জামানকে আওয়ামী লীগ বিরোধী হিসেবে নোয়াখালির একটি ট্রেনিং সেন্টারে দীর্ঘ দিন পোষ্টিং দিয়ে রাখা হয়েছিলো। তিনি শিগগিরই তার নতুন কর্মস্থল ঢাকায় যোগদান করবেন বলে জানা গেছে।

ঢাকা মহানগরের বাইরে ঢাকা জেলা সাতটি থানা নিয়ে গঠিত। ঢাকা জেলা পুলিশের আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে- সাভার, কেরাণীগঞ্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও আশুলিয়া। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ