চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে ঢুকে গুলি, আহত ৩

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ, ঢাকা : রাজধানীর মিরপুরের ইসিবি এলাকায় এক দোকান মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে অনলাইন গ্রুপের মালিক আকতার হোসেনের ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় দোকান মালিককে বাঁচাতে এসে মালিকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের ইসিবি চত্ত্বর এলাকার বিজি টাওয়ারের পাশে থাকা টেস্টি লাউঞ্জ নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্বপ্না আক্তার, কন্ট্রাক্টর কবির হোসেন ও দোকানের কর্মচারী সায়েম। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহত ভুক্তভোগী স্বপ্না আক্তার এবিসিনিউজকে বলেন, ‘অনলাইন গ্রুপের মালিক আকতার তার সন্ত্রাসী দিয়ে ১০-১২ দিন আগে আমার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু আমি সেই টাকা দেইনি। শনিবার বিকেলে হঠাৎ ৫০ থেকে ৬০ জন আমার প্রতিষ্ঠানে এসে আমাকেসহ সকল কর্মচারীকে বেধড়ক মারধর করে। ওই সময় তারা বৃষ্টির মতো গুলি করছিল। সবার হাতে পিস্তল ছিল। তাদের গুলিতে আমি, আমার দোকানের কর্মচারী সায়েম এবং কবির হোসেন নামে এক কনটাক্টর এগিয়ে আসলে তিনিও গুলিবিদ্ধ হন।’

তিনি জানান, এ সময় তাকেসহ দোকানের কর্মচারীদের বেধড়ক মারধর করা হয়। তাদের একজনের হাতে চাপাতিও ছিল। সেটি দিয়ে তাদের দোকানের স্টাফ সায়েমের মাথায় কোপ দেওয়া হয়েছে। সায়েম গুরুতর আহত ও গুলিবিদ্ধ। বিষয়টি এলাকার সকলের সামনে দিনে দুপুরে ঘটেছে বলেও জানান তিনি।

স্বপ্না আক্তার অভিযোগ করে বলেন, ‘ওই সময় অনলাইন গ্রুপের মালিক আকতারের লোক হয়ে ভাসানটেক এলাকার মাস্তান বাবলু, কাইয়ুম, সুজন, আজাদ, চঞ্চল ও মামুন এসেছিল। তাদের মধ্যে বাবলু, কাইয়ুম, সুজন ও চঞ্চলের হাতে পিস্তল ছিল। তারা মূলত আমাকে মেরে ফেলতেই এসেছিল। এ ঘটনার পর পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। রাতে চিকিৎসা নিয়ে আরেকটি হাসপাতালে ভর্তি আছি। বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে জানানো হয়েছে। আজ এ বিষয়ে অভিযোগ দেওয়া হবে।’

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। গুলিতে কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী অভিযোগ করবেন বলে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ