ম্যাচ শুরুর একদিন আগে হবে বিশ্বকাপের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ আগষ্ট ২০২৩) : অক্টোবরের ৫ তারিখ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। তবে তার একদিন আগে অর্থাৎ ৪ অক্টোবর হবে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

জানা গেছে, এদিন গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন দেশের ক্রিকেট প্রধানরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শেষ পর্যন্ত এমনটি হলে বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনী দুটিই হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অর্থাৎ ৪ অক্টোবর এখানে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে এখানেই পর্দা নামবে বিশ্বকাপের।

উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচ ছাড়াও এই মাঠে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ। এছাড়া এই মাঠেই মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ