থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

বিশেষ প্রতিবেদক, ঢাকা (১২ জুলাই ২০২৩) : থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেন। এছাড়া বিভিন্ন দেশের ক্রীড়া-সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন সেনাপ্রধান।

এশিয়া অলিম্পিক কাউন্সিলের এ সভায় অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ৭ জুলাই থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ