ঈদে মুক্তি পাওয়া লিডার জ্বীন কিল হিম ভালো যাচ্ছে

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ এপ্রিল ২০২৩) : ঈদের নতুন ছবি মুক্তির পর স্বস্তির খবর মিলছে সিনেমা হল থেকে। ধারাবাহিকভাবে হাউসফুল না হলেও বেশির ভাগ হলই ৫০ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই কর্তৃপক্ষ আশার আলো দেখছে। সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি এরই মধ্যে প্রত্যাশার বেশি সাফল্য এনে দিয়েছে বলেও শোনা যাচ্ছে।

চলচ্চিত্রের বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তেমনটা জানা গেছে। রোববার সন্ধ্যায় মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বললেন, ‘কেন জানি মনে হচ্ছে “লিডার: আমিই বাংলাদেশ” ছবিটি সুপারহিটের পথে। আজও দুটি শো হাউসফুল। দর্শক আগ্রহও দারুণ। আমি ইমপ্রেসড। সত্যিই ইমপ্রেসড।’

এদিকে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি হাউসফুল যাচ্ছে। তাই তো যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ মুক্তির প্রথম দিনই সিদ্ধান্ত নেয়, দ্বিতীয় দিন থেকে দুটি শো বাড়াবে। হয়েছেও তাই। রোববার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও জানিয়েছে, দর্শক আগ্রহ যেভাবে চলছে, আগামী সপ্তাহে “লিডার: আমিই বাংলাদেশ”, “জ্বীন” ও “কিলহিম” এর শো বাড়াতে হতে পারে।’

ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘শত্রু’, ‘পাপ’, ‘লোকাল’ ও ‘আদম’। প্রতিষ্ঠানটির সহকারী বিপণন ব্যবস্থাপক মাহাবুবুর রহমান ২৪ এপ্রিল সন্ধ্যায় বললেন, ‘সার্বিকভাবে আমাদের অবস্থা ভালোই বলা চলে। মুক্তি পাওয়া সাতটি বাংলা সিনেমার মধ্যে তিনটিই ভালো যাচ্ছে। এগুলো হচ্ছে যথাক্রমে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘জ্বীন’ ও ‘কিল হিম’। প্রথম দিন থেকেই তিনটির টিকিট বিক্রি হাউসফুলের কাছাকাছি। গতকাল রোববার রাতে “লিডার”–এর শো হাউসফুল হয়েছে, তেমনটাই দেখলাম। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির তিনটা শো রেখেছিলাম, দর্শকের চাহিদার কারণে দুটি শো বাড়ানো হয়েছে। ‘জ্বীন’, ‘কিলহিম’–এর ও শো বেড়েছে। সামনে আরও বাড়তে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ