ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে সরব সালমান খান

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ এপ্রিল ২০২৩) : ওটিটিতে নজরদারি থাকা উচিৎ বলে মনে করেন অভিনেতা সালমান খান। তার মতে অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, যৌনতা এখনই বন্ধ হওয়া উচিত।

৭ এপ্রিল (শুক্রবার) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কিশোর-কিশোরীদের নিয়েও চিন্তিত অভিনেতা। তার কথায়, এখন ফোনের মাধ্যমে ১৫-১৬ বছরের ছেলেমেয়েরা যে ধরনের কাজ দেখছেন, সেটা একেবারেই অনুচিত। গল্প যত পরিষ্কার হবে, তত বেশি মানুষ দেখবে। অভিনেতার মতে, নিরাপত্তার কারণেও অবিলম্বে এই ধরনের দৃশ্যে কাটছাঁট আনা উচিত।

তিনি আরও বলেন, আমরা ভারতে থাকি। এটা আমাদের ভুলে যাওয়া একেবারেই উচিত নয়। সব কিছুর সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়।

এই ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। সিনেমার প্রচারে ব্যস্ত গোটা টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ