বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা, ইংল্যান্ডে সম্প্রচার নিয়ে সংশয়

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ জানুয়ারি ২০২৩) : ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। কেউ চোটের কারণে থাকছেন না, কেউ ব্যস্ত থাকবেন টেস্ট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তারপরও দুই সংস্করণে বেশ শক্তিশালী বাংলাদেশ সফরের ইংল্যান্ড দল।

তবে ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের ম্যাচগুলো সে দেশের দর্শকেরা ও ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন কি না, তা নিয়ে সংশয় যথেষ্ট। ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো টেলিভিশন বা রেডিও এই সফরের সম্প্রচার স্বত্ব কেনেনি।

প্রায় সাত বছর পর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এই সফরের জন্য এরই মধ্যে দুই সংস্করণের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তবে সিরিজের খেলা দেখানোর ব্যাপারে ইংল্যান্ডের টেলিভিশন ও রেডিওগুলোর মধ্যে এখনো খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। টেলিগ্রাফ মূলত এর পেছনে দু–একটা কারণ অনুমান করছে। প্রথমত, অ্যালেক্স হেলস, জো রুট, স্যাম বিলিংসসহ অনেক তারকা ক্রিকেটার থাকছেন না এবারের বাংলাদেশ সফরে। চোটের কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনও। আর একটা কারণ হতে পারে দ্বিপক্ষীয় এই সিরিজ সম্প্রচার করাটা যথেষ্ট লাভজনক মনে করছে না সম্প্রচার সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ