খাদ্যমূল্য বিশ্ববাজারে বেড়েছে, বাংলাদেশে বাড়বেই: কাদের

আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ মে ২০২২) : আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির কারণে ভোজ্যতেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ফুড প্রাইস তেল জ্বালানি সব কিছুর দাম সারা বিশ্বেই বাড়ছে। বাংলাদেশ তো আইসোলেটেড আইল্যান্ড না। কাজেই প্রভাব তো পড়বেই, কিছু করার নেই।’

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ৬ মে (শুক্রবার) সড়ক উন্নতকরণ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেখুন, এটা আমাদের প্রতিদেশী দেশসহ অনেক দেশে ডাবলেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়েছে। ফুড প্রাইস তেল জ্বালানি সব কিছুর দাম সারা বিশ্বেই বাড়ছে। বাংলাদেশ তো আইসোলেটেড আইল্যান্ড না। কাজেই প্রভাব তো পড়বেই, কিছু করার নেই।’

কিন্তু এতে যে মানুষের কষ্ট হচ্ছে- এমন প্রশ্নে কাদের বলেন, ‘মানুষ কষ্ট পাবে না, শেখ হাসিনা সত্যিকার অর্থেই সংকটে ক্রাইসিস ম্যানেজার। একজন ক্রাইসিস ম্যানেজার হিসেবে তিনি করোনা সংকটেও দূরদর্শী নেতৃত্ব দিয়ে, কমনসেন্স দিয়ে তিনি প্ল্যান করেছেন, সমাধান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ