শ্রমিকের ঘাম শোকানোর আগে পাওনা পরিশোধ করুন : বাবর

চট্টগ্রাম অফিস, এবিসিনিউজবিডি (১ মে ২০২২) : শ্রমিকের ঘাম শোকানোর আগে তাদের পাওনা পরিশোধ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে।

১ মে বিকেলে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষ্টেশনরোডস্থ নূপুর মার্কেট চত্বরে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ আহবান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। সঞ্চালনা করেন নূপুর মার্কেট ইউনিট শ্রমিক লীগ নেতা তোফায়েল মাজেদ।

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধান অতিথি হেলাল আকবার চৌধুরী বাবর বলেন, ‘দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে সেদিন শ্রমিকরা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। পুলিশ এসময় আন্দোলনরত শ্রমিকের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালিয়। এতে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের এই আত্মত্যাগের উপর দাড়িয়ে আজকের দিনে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের মহান মে দিবস পালিত হচ্ছে।’

বাবর আরো বলেন, ‘ঐতিহাসিক ভাবে সত্য যে শ্রমিকদের ঘামের উপরেই দাড়িয়ে আজকের পুঁজিবাদী বিশ্ব, আধুনিক সভ্যতা, প্রযুক্তির উৎকর্ষতা। তাই সবার আগে শ্রমিকের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে। তাদের শ্রমের ঘামের উপর দাড়িয়ে দেশের অর্থনীতি, আপনার আমার প্রতিষ্ঠান এবং সাফল্য।’ শ্রমিকের ঘাম শোকানোর আগে তাদের পাওনা পরিশোধের জন্য কলকারখানা-প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোর্শেদ আলম, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু, সাব্বির চৌধুরী, মোহাম্মদ জাহেদ, রেয়াজ উদ্দিন বাজার কর্মচারি সমিতির সভাপতি এস এম নুরুল আব্বাছ এবং সাধারন সম্পাদক এম জিন্নাহ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, এনায়েত বাজার শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, জলসা মার্কেট শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রোয়েল, মোহাম্মদ সাইফুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ