হুট করে ঢাকার সিনেমা হলে পরীমনির সঙ্গে দেখা হতে পারে

কালচারাল রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ মার্চ ২০২২) : গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’। মুক্তির পর থেকেই সিনেমাটির পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা হলে হলে ঘুরে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করছেন। গতকাল শনিবারও এর ব্যতিক্রম হয়নি। বিকেল সাড়ে পাঁচটায় শ্যামলী সিনেমা হলে ও সাতটায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছিল দর্শকদের উল্লেখযোগ্য ভিড়। সেখানে উপস্থিত হয় পুরো ‘গুণিন’ টিম। এই ধারাবাহিকতায় ঢাকার যেকোনো হলে দর্শকেরা পেয়ে যেতে পারেন পরীমনিদের।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম সরাসরি দর্শকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে মতামত শুনছেন। তিনি মনে করেন, এই সিনেমা দেশের দর্শকদের দেখা উচিত। সিনেমার গল্প, চরিত্র, প্রেক্ষাপট দর্শকদের বার্তা ও বিনোদন দেবে। তিনি বলেন, “গুণিন” সারা দেশের ২০টি সিনেমা হলে চলছে। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন। সিনেমাটি ভালো হলে ভালো বলেন, খারাপ লাগলেও গঠনমূলক সমালোচনা করুন।’

‘গুণিন’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। স্টার সিনেপ্লেক্সে তিনিও ছিলেন দর্শকসারিতে। এই অভিনেতা বলেন, গুণিন আমার খুব কাছের একটা কাজ। এখানে আমার চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যে প্রয়াস ছিল, আশা করি, সেটা করতে পেরেছি। আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন, তিনিও দুর্দান্ত কাজ করেছেন। আমার সেই লুক দেখে দর্শক উচ্ছ্বসিত, বুঝতে পারছি। ব্যতিক্রমী চরিত্রটি দর্শক পছন্দ করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ