মেয়ের মৃত্যুর খবরে পাঁচতলা থেকে লাফিয়ে মায়ের আত্নহত্যার চেষ্টা

Naznin নাজনিনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মেয়ের মৃত্যুর খবর শুনে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী সাংবাদিক।

আহত নাজনীন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর তার জ্ঞান ফিরেছে।

নাজনীন দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক। তার স্বামী রকিবুল ইসলাম মুকুলও সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন গাজী টিভির প্রধান প্রতিবেদক।

মুকুল-নাজনীন দম্পতির ছয় বছরের মেয়ে চন্দ্রমুখী সোমবার বিকালে মারা যায় বলে জানিয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী।

চন্দ্রমুখীর যকৃত অকার্যকর হয়ে পড়েছিল। সে পাঁচ দিন ধরে শিশু হাসপাতালে আইসিইউতে ছিল।

উত্তম চক্রবর্তী এবিসি নিউজ বিডিকে বলেন, হাসপাতালে বিকালে চন্দ্রমুখীর মৃত্যু হলে শোকগ্রস্ত নাজনীন কল্যাণপুরে তাদের বাসার ওপর থেকে লাফিয়ে পড়ে।

নাজনীনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নাজনীনের ডান হাত ভেঙে গেছে, তিনি মাথায়ও আঘাত পেয়েছেন।

সন্ধ্যায় সিটি স্ক্যানের পর চিকিৎসকরা বলেছেন, নাজনীন এখন আশঙ্কামুক্ত। নাজনীনকে কথা বলতেও শোনা গেছে।

নাজনীনের খবর জানতে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা হাসপাতালে জড়ো হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ