নেপাল ফাইনালে, বাংলাদেশের বিদায়

ডেস্ক রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ অক্টৈাবর ২০২১) : স্বপ্ন শেষ হলো সেই নেপালের কাছেই। ৮৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেও জিততে পারল না বাংলাদেশ। ১-১ গোলের ড্রয়ে আবারো সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্যর্থতার গল্প লিখল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠল নেপাল। ৯ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ সব সেভে আনিসুর রহমান জিকো লিড ধরে রাখেন। ৭৮ মিনিটে তিনি লাল কার্ড দেখলেই সর্বনাশের সূচনা। পেনাল্টি থেকে গোল হজম করে ৮৮ মিনিটে।

প্রথম তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য দরকার ছিল ৩ পয়েন্ট। অন্যদিকে ৬ পয়েন্ট পাওয়া নেপালের দরকার ছিল ১ পয়েন্ট। সেই শর্ত পূরণ করে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে হিমালয়ের দেশ। আর ৫ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট ভারতের। রাতে মালদ্বীপের বিপক্ষেও তাদের জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই। স্বাগতিকরা ৬ পয়েন্ট নিয়ে মাঠে নামবে, ড্র হলেই ফাইনালে উঠবে ৬ পয়েন্ট পাওয়া মালদ্বীপ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ