স্বামীকে নিয়ে এফডিসিতে শুটিংয়ে মাহি

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ সেপ্টেম্বর ২০২১) : বঞ্চিত, নির্যাতিত নারীদের নিয়ে একটি সংস্থা গড়েছে বুবুজান। আশ্রয় নামের সেই সংস্থায় একদিন হানা দেয় এলাকার গুন্ডারা। সেদিনের হামলায় বুবুজানের গায়ে গুলি লাগে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে নামানো হয় বুবুজানের (মাহি) অচেতন দেহ।

গতকাল বৃহস্পতিবার বিএফডিসিতে ছিল ‘বুবুজান’ ছবির শুটিং। বিয়ের চার দিনের মাথায় স্বামীকে নিয়ে সেখানে শুটিংয়ে অংশ নিতে হাজির হন মাহিয়া মাহি। ‘বুবুজান’ ছবির বুবুজান তিনি। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চারটি দৃশ্যের শুটিং হয় এদিন। মাহির শুটিং সেটে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সদ্য বিবাহিত স্বামী কামরুজ্জামান সরকার রাকিব। বিয়ের আগেও অবশ্য শুটিংয়ে আসতেন তিনি। তখন আসতেন বন্ধু হিসেবে। বন্ধু যখন স্বামী! তাঁর সামনে শুটিংয়ে চাপ বোধ করছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘না না। সে তো বন্ধু হিসেবে আগেও আমার শুটিংয়ে এসেছে। এখন স্বামী হলেও বন্ধুর মতোই। বিয়ের পর আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। আর আপনজনের সামনে শুটিংয়ে চাপ থাকবে কেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ