সালমান শাহর মায়ের ২৫ বছর পরও একটি আক্ষেপ

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ সেপ্টেম্বর ২০২১) : ‘আমি, ইমন, ইমনের বউ, ইমনের বাবা সেবারই প্রথম একসঙ্গে বের হয়েছিলাম। গাড়ি চালাচ্ছিল ইমনের বাবা। আমি তার পাশে বসে। পেছনে ইমন আর ওর বউ। ঢাকার পাবলিক লাইব্রেরিতে সালমানের একটি পুরস্কার অনুষ্ঠানে যাচ্ছিলাম। ছেলেটার গায়ে ছিল কালো নেটের গেঞ্জি আর অফ হোয়াইট প্যান্ট। তখন ওর চুল বড় ছিল। সেদিন ছেলেটাকে কী সুন্দর যে লাগছিল! বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। আহা রে সেদিন যদি আমি…’ কথাটা আর শেষ করতে পারলেন না প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। ফোনের ওপাশে কণ্ঠ ভারী হয়ে এল। বোঝা যায়, তিনি ফুঁপিয়ে কাঁদছেন। মায়ের কাছে ইমন হয়ে থাকা সন্তান সালমান শাহর জন্য এই কান্না। আজ এই প্রয়াত নায়কের ২৫তম মৃত্যুবার্ষিকী।

তরুণ বয়সের ছেলেকে হারাবেন, কখনোই কল্পনা করেননি এই মা। ছেলেকে বেশির ভাগ সময়ই দেখেছেন হাসিখুশি। তবে মন খারাপ থাকলে বুঝতে পারতেন। কিন্তু মাকে কিছুই বুঝতে দিতেন না সালমান শাহ। নিয়মিত শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন। দীর্ঘ নিশ্বাস নিয়ে নীলা চৌধুরী বলতে থাকেন, ‘কদিন ধরেই শরীর খারাপ। হাসপাতালে ছিলাম। এই দিনে আমি ভালো থাকি না। এভাবে আমার ইমনের চলে যাওয়ার কথা নয়। আমি কেন আগেই সব জানতে পারলাম না। ২৫ বছর ধরে আমার এই একটাই আক্ষেপ। আমি যদি ভুলেও সেদিন জানতে পারতাম, তাহলে ওকে আমার কাছে নিয়ে আসতাম। অথবা আমি ওর কাছে গিয়ে থাকতাম। আমি ওর পিছু ছাড়তাম না। আমার শুধুই মনে হয়, আমি তো এমনিতেও ওর বাসায় যেতাম, সেদিন তার বাসায় কেন গেলাম না। আমাদের সঙ্গে তাকে কেন রাখলাম না। এটাই আমাকে কষ্ট দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ