মদবাহী গাড়িচাপায় এএসআই হত্যা : ৩ জন দুই দিনের রিমান্ডে

জেলা প্রতিবেদক (চট্টগ্রাম), এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জুন ২০২১) : চট্টগ্রামের চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী সালাউদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার সেই চোলাই মদবাহী গাড়ির চালকসহ তিন জনকে মাদক মামলায় দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গতকাল শনিবার (১৯ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, এর আগে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তিন জনকে পাঁচদিনের রিমান্ডে আনার আবেদন করেছিল পুলিশ। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও হত্যা মামলায় আসামি বেলাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতের জবানবন্দি দিয়েছেন। দায়ের হওয়া হত্যা মামলায় শুধু বেলালকেই গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী সালাউদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছিল পুলিশ। শনিবার (১৯ জুন) পাঁচলাইশ এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ