চট্টগ্রামে জাল টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

chitaরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাল টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে পতেঙ্গার খেজুর তলা ও ফুলছড়ি পাড়া থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মেহরাব হোসেন বাপ্পি (২১) ও সোহেল আহমেদ (২২)।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে খেঁজুর তলার জাপানি মেম্বারের বাড়ি থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পাঁচশ টাকার ২৪টি জাল নোট উদ্ধার করা হয়।

পরে বাপ্পির দেয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে ফুলছড়ি পাড়ায় অভিযান চালিয়ে আরো ২০টি পাঁচশ টাকার জাল নোটসহ সোহেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান কামরুল।

সোহেলের বাসা থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ