টাঙ্গাইলে নববধূ খুন

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিয়ের তিন মাসের মাথায় ‘খুন’ হলেন টাঙ্গাইলের মন্টি ঘোষ (১৮)।

শনিবার রাতে জেলা শহরের সাহাপাড়ায় শ্বশুরবাড়িতে মন্টি ঘোষের মৃত্যু হয়। তিনি সাহাপাড়ার রনি ঘোষের স্ত্রী।

যৌতুকের দাবি না মেটানোয় শনিবার শ্বশুরবাড়ির লোকজন মন্টিকে শ্বাসরোধে খুন করেছে বলে স্বজনরা দাবি করছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মানবাধিকার সংগঠন স্বরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রাণী প্রামানিক জানান, গাজীপুরের কোনাবাড়ির নিবাস ঘোষের মেয়ে মন্টি ঘোষের সঙ্গে তিন মাস আগে সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের বিয়ে হয়।

বিয়ের পর মন্টির পরিবার নগদ অর্থসহ স্বর্ণালংকার দেয় যৌতুক হিসেবে। এরপরও রনির পরিবার একটি মোটরসাইকেল ও নগদ ১০ লাখ টাকা দাবি করে।

প্রতিদিন তারা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে বেশ কয়েকবার শালিসের আয়োজনও করা হয়।

মঞ্জু রাণী আরো বলেন, শনিবার রাতেও মন্টির ভাই আসেন বোনের শ্বশুরবাড়ি। ঘরোয়া পরিবেশে শালিস হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে পরে আবার বসার কথা ছিল।

“কিন্তু শনিবার রাতে মন্টিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়,” বলেন মঞ্জু।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, মন্টির নাকে রক্তের দাগ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। রোববার দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনার পর থেকে রনি ঘোষসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানান এসআই সালাহ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ