অসহায়দের ১০ লাখ টাকার সহায়তা দেবেন শাবানা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ এপ্রিল ২০২১) : ঢাকাই সিনেমার কিংবদন্তি নাম শাবানা। সাদাকালো যুগে তার চলচ্চিত্রে আগমন। উর্দু, হিন্দি, বাংলা- অভিনয় করেছেন তিন ভাষার চলচ্চিত্রেই৷ নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে৷

অনেক বছর ধরেই সিনেমায় নেই তিনি৷ আমেরিকায় সপরিবারে স্থায়ী হয়েছেন। মন দিয়েছেন সংসার ও ধর্মকর্মে। হঠাৎ আসেন বাংলাদেশে, নির্দিষ্ট কাজ শেষে ফিরে যান।

সম্প্রতি আওয়ামী লীগের হয়ে রাজনীতির সঙ্গে জড়িয়েছেন। স্বামী শিবলি সাদিকের জন্য চেয়েছিলেন মনোনয়ন। সেই প্রচার কার্যক্রমে অংশ নিতেই সর্বশেষ এসেছিলেন বাংলাদেশে।

এই অভিনেত্রী হঠাৎ আলোচনায় এলেন ১০ লাখ টাকার সহায়তা ঘোষণা দিয়ে। আফরোজা সুলতানা রতœা নামের একটি ফেসবুক আইডি থেকে নিজেকে শাবানা দাবি করে এই সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। এরপর থেকেই বিষয়টি আলোচনায় এসেছে চলচ্চিত্রপাড়ায়।

এ আইডি সত্যিই শাবানার কি না তা নিশ্চিত করতে পারলেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা৷ অনেকেই দাবি করছেন, আইডিটি ফেক। অভিনেত্রী শাবানা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন। কোথাও তার কোনো আইডি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ