ভিলেনের চরিত্রে নিকোল কিডম্যান

nicole নিকোলবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শিশুতোষ সিনেমা ‘পেডিংটন বিয়ার’-এ ভিলেনের চরিত্রে অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী নিকোল কিডম্যান। আর মূল চরিত্র পেডিংটন বিয়ারের জন্য কণ্ঠ দেবেন অভিনেতা কলিন ফার্থ।

ব্যাং শোবিজ জানিয়েছে, শিশুসাহিত্যের জনপ্রিয় চরিত্র পেডিংটন বিয়ারের উপর এবার নির্মিত হবে একটি অ্যাকশন ধাঁচের সিনেমা। আর মারমালেডপ্রেমী এই ভাল্লুকের চরিত্রে কণ্ঠ দিবেন ‘কিংস স্পিচ’-এর জন্য অস্কারজয়ী অভিনেতা কলিন ফার্থ। এদিকে সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী নিকোল কিডম্যান।

নিকোল বলেন, “সিনেমাটি আমার করতেই হত। যখন আমার প্রতিনিধি আমাকে জানাল পেডিংটন বিয়ারের উপর একটি সিনেমায় আমাকে অভিনয় করতে হবে, আমি খুবই অবাক হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আমি পেডিংটন বিয়ারের গল্প পড়ে বড় হয়েছি। আমি তার সব কাহিনি জানি। সে কত রকমের অ্যাডভেঞ্চার করত আর দুষ্টুমি করত– সবই জানা আছে আমার।”

এদিকে ‘দ্য রেইলওয়ে ম্যান’ সিনেমার পর আরও একবার একসঙ্গে কাজ করবেন নিকোল এবং কলিন।

‘ডেইলি মেইল’ পত্রিকাকে কলিন বলেন, “পেডিংটন এবার সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত হবে, আমার ধারণা, আমি তার চরিত্রের জন্য অনেকটা পেরুভিয়ান ধাঁচে কথা বলব। সিনেমায় আমি ছাড়া বাকি চরিত্রগুলো হবে সত্যিকারের মানুষ।”

কলিন আরও বলেন, “তবে পেডিংটনের মধ্যে আমার বেশ কিছু বৈশিষ্ট্য ফুটে উঠবে। কারণ আমি ক্যামেরা সম্বলিত হেলমেট পরে বেশ কিছু অভিনয় করব, আর আমার চেহারার অভিব্যক্তি পেডিংটনের অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হবে।”

সিনেমাটি পরিচালনা করবেন পল কিং। প্রযোজনার দায়িত্বে থাকবেন ‘হ্যারি পটার’-এর  প্রযোজক ডেভিড হেইম্যান।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন হিউ বনভিল এবং স্যালি হকিন্স; মিস্টার এবং মিসেস ব্রাউনের ভ‚মিকায় দেখা যাবে তাদের। এই মিস্টার এবং মিসেস ব্রাউনের সঙ্গেই পেরু থেকে লন্ডনে পাড়ি দেবে পেডিংটন বিয়ার।

মাইকেল বন্ডের লেখা শিশুদের গল্প ‘পেডিংটন বিয়ার’ প্রথমবারের মতো প্রকাশিত হয় ১৯৫৮ সালে। এরপর জনপ্রিয়তার ভিত্তিতে পেডিংটন বিয়ারকে নিয়ে অনেক গল্প এবং টিভি অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ