বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেক্স, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এম পি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ পৃথক-পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে জাতি একজন সূর্য সন্তান হারালো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড, জেলহত্যা মামলা ও আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে তিঁনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান আজ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ