১১ জুন বাজেট অধিবেশন, প্রবেশাধিকার থাকছে না সাংবাদিকদের

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ জুন ২০২০) : ১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অধিবেশন। বিকেল সারে ৩টায় শুরু হওয়া এ বাজেট অধিবেশনে করোনাভাইরাসের কারেণে থাকছে না সাংবাদিকদের প্রবেশাধিকার। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ জুন (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।

সংসদ ভবনের বাইরে পশ্চিম দিকে মিডিয়া সেন্টার থেকে ওই দিন বেলা সোয়া তিনটা থেকে বাজেট ডকুমেন্টস বিতরণ করা হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থান থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ