ভার্চুয়াল আদালতের মাধ্যমে ১০১৩ জনের জামিন

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ মে ২০২০) : ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের অধস্তন আদালতসমূহে এক হাজার ১৮৩টি আবেদনের শুনানি নিয়ে এক হাজার ১৩ জনকে জামিন দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

নির্দেশ অনুসারে গত ১২ মে দেশের বিচারিক আদালতে ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জনকে জামিন দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ