রাজধানীতে ফিরছে মানুষ, ফেরি ঘাটে জনস্রোত

জেলা প্রতিবেদক (রাজবাড়ী), এবিসিনিউজবিডি (১৩ মে ২০২০) : ঢাকায় পোশাক কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানসহ সারাদেশের বিভিন্নস্থানে মার্কেট খোলায় ঢাকামুখি পন্যবাহী যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে।

গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখি ও ঢাকা থেকে আসা যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। এ সময় সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং গাদাগাদি করে ফেরিতে উঠা-নামা করছেন যাত্রীরা।

এদিকে লকডাউনের কারণে সড়কে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জীবন জীবিকার তাগিদে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে দক্ষিণ পশ্চিঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মাহেন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে আসছে।

দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীরা জানান, তারা কেউ ঢাকায় কাজের বেতন আনতে আবার কেউ চাকরিতে যোগদান করতে যাচ্ছেন। রাস্তায় যানবাহন নাই। যে কারণে কষ্ট করে ভেঙে ভেঙে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছেন। সরকার যখন সব খুলে দিচ্ছে, তাহলে কেন গণপরিবহন বন্ধ রাখছেন। ফেরিতে তারা যেভাবে গাদাগাদি করে পারাপার হচ্ছেন, সে তুলনায় গণপরিবহনে করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি অনেক কম বলে মনে করেন তারা। তাই বন্ধ রাখলে সব কিছুই বন্ধ রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান। এভাবে তাদের হয়রানি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঢাকায় পোশাক কারখানা খোলাসহ দেশের বিভিন্নস্থানে মার্কেট এবং বিপনী বিতান খোলায় যাত্রী ও পন্যবাহী যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। একদিকে যাত্রীরা যেমন ঢাকায় যাচ্ছেন, তেমনি করে ঢাকা থেকেও আসছেন। বিআইডব্লিউটিসির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জরুরী পন্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারে সীমিত আকারে ৬টি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে। সেই সুযোগে যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়িও পারাপার হচ্ছে। যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করেন ঘাট ইজারাদার, এখানে আমাদের কিছুই করার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ