পদ হারানোর পরও সম্রাটের প্রতি কর্মীদের অফুরন্ত ভালবাসা

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ মে ২০২০) : ইসমাইল চৌধুরী সম্রাট। এক সময় ছিলেন রাজপথের অতি সাধারণ কর্মী। নিজ যোগ্যতা ও দক্ষতায় এবং আওয়ামী লীগের প্রতি আনুগত্য তাকে বসিয়ে দেয়  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির আসনে। নিজ দলের শুদ্ধি অভিযানে আটক হওয়ার পর থেকে রয়েছেন কারাগারে।

‘দলের পদ-পদবী হারানোর পর কেউই আর তাদের নেতাকে মনে রাখেন না’ এমনই আমাদের দেশের রাজনীতির সংস্কৃতি। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমই শুধু যুবলীগের আলোচিত নেতা সম্রাট। যিনি শুধু নামেই যুবলীগের সম্রাট ছিলেন না। কজেও ছিলেন আন-প্যারালাল সম্রাট। দলের পদ-পদবী হারিয়ে দীর্ঘ কারাভ্যন্তরে থাকার পরও নেতাকর্মীদের মুখে, স্লোগানে এবং মুক্তি চেয়ে পোস্টারেও রয়েছে ওই সম্রাট নামটি। সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কর্মীর জন্য নিবেদিত নেতা কখনই হারিয়ে যায় না।

সম্রাটের সাহায্যের হাত থেকে কেউই খালি হাতে ফেরেনি। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং হত-দরিদ্রদের জন্যই ব্যবস্থা করেছিল একবেলা ভালো খাবারের। দেশের যে কোন দুর্যোগে হাজারো নেতাকর্মী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ত আহতদের মাঝে।

আজ সারা বিশ্বের মত বাংলাদেশেও ভয়াবহ সংকটে। এমন একটা দুর্যোগ এসে হানা দিয়েছে যার জন্য কোনদিনই কোন মানুষ প্রস্তুত ছিল না। এখন বাংলাদেশের মানুষকে এমন একটা প্লাটফর্মে এনে দাঁড় করিয়েছে, যে হত দরিদ্ররা হাত পেতে তাদের পেটের ব্যবস্থা করতে পারে। কিন্তু রাজনীতিতে সময় দেওয়া নেতাকর্মীদের একটা বড় অংশই যারা কারো কাছে হাত পাততে পারে না! পরিবার নিয়ে না খেয়ে থাকলেও কাউকে বলতে পারেনা তার পেটের ক্ষুধার জ্বালা। এমন একটা সময়ে ঐ সকল নিবেদিতরা একটা সম্রাটের বড়ই অভাব বোধ করছে।

সেই বোধ থেকেই অনুপ্রাণিত হয়ে, বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা জারা
ইসমাইল চৌধুরী সম্রাটের নামে খাদ্য-দ্রব্য এবং জীবাণু নষ্টকারী উপহার সামগ্রি নিয়ে বাংলাদেশের সবচেয়ে করোনাভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দলীয় নেতা-কর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন৷

এবিষয়ে জারা বলেন, আমাদের ভাই ইসমাইল চৌধুরী সম্রাট। যে সব সময় দলের নেতাকর্মীদের নিয়ে চিন্তা করেন। জেলখানায় বসেও সব সময় ভাবেন, এই দু:সময়ে মহামারীর কারনে, গরীব মানুষ বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছে, তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু দলীয় কর্মীরা তো কষ্টে আছে তাদের পরিবার নিয়ে। তাদের দিকে তো কেউ সাহায্যের হাত বাঁড়িয়ে দিচ্ছেনা।

সম্রাট ভাইয়ের এই চিন্তা ভাবনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে নেতাকর্মীদের জন্য আমার এই উপহার সামগ্রী বাসায় বাসায় পৌঁছানো হবে, ইনশাআল্লাহ্।

 এর আগে ইসমাইল চৌধুরী সম্রাটের নামে গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সম্পাদক জনাব প্রিন্স আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ